জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা। আগামী ১৮ জুলাই শুক্রবার এই সুবিধা চালু হবে এবং ডাটার মেয়াদ থাকবে ৫ দিন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুযায়ী “ফ্রি ইন্টারনেট ডে” উপলক্ষে মোবাইল অপারেটরদের এই ডাটা অফার কার্যকর করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ জুলাই বিটিআরসির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং ৯ জুলাই মোবাইল অপারেটরগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হয়। উদ্দেশ্য হলো জনগণের অংশগ্রহণ ও তথ্যপ্রযুক্তির সুফল আরও বাড়িয়ে তোলা।
ডাটা কিভাবে নিবেন?
১৮ জুলাই সক্রিয় মোবাইল ব্যবহারকারীরা নিচের কোডগুলো ডায়াল করে ফ্রি ডাটা সংগ্রহ করতে পারবেন:
গ্রামীণফোন: 1211807#
রবি: 41807#
বাংলালিংক: 1211807#
টেলিটক: 1111807#
প্রত্যেক ব্যবহারকারী একবারই এই সুযোগ পাবেন এবং ডাটা ব্যবহারের মেয়াদ থাকবে পাঁচ দিন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একইসঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনগণের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
বিভাগটি জানিয়েছে, দিবসটির গুরুত্ব এবং সফলতা বিবেচনায় জনগণকে এই সুযোগের তথ্য যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।