গত সতের বছর আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল
মিজান নয়ন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলা ০৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দীন আলম বলেছেন, গত সতের বছর আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। আমাদের ছাত্র ছাত্রীদের যেখানে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেখানে আওয়ামী লীগ পরীক্ষা কেন্দ্রগুলো নকলে সয়লাব করে দিয়েছিল। যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নকল সাপ্লাই দিত। দু:খজনক, আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এসব কর্মকান্ডের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা ও পৌর জিয়া পরিষদ আয়োজিত ২০২৫ সনের এসএসসি ও দাখিল পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নষ্ট করে দিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন ক্ষমতায় ছিলেন নকলমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছিলেন। আপনারা অবগত আছেন,বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রী নকলকে কীভাবে প্রতিহত করেছিলেন। যেখানে নকল ছিল সেখানেই প্রতিহত করেছিলেন। আমাদের নেতাকর্মীদের নকলের বিরুদ্ধে নির্দেশনা দেওয়া ছিল, আমি নিজেও বলেছিলাম পরীক্ষার সময় কেউ ১৪৪ ধারা লঙ্ঘন করতে পারবেনা। তাঁর নিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এ ফলাফল নিয়ে তোমাদের বসে থাকলে চলবে না। এইচএসসিতে ভাল ফলাফল অর্জন করতে হবে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ইংরেজি বিষয়ের ওপর জোর দিতে হবে, ইংরেজিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। আইটি ওপর জোর দিতে হবে। বর্তমান যুগ আইটির যুগ।
উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপ ফরাজী। সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর ছায়েদ, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন, অভিভাবক অধ্যাপক নজরুল কবির, জিয়া পরিষদ পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, কৃতি শিক্ষার্থী সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহি ।
পৌর জিয়া পরিষদের সভাপতি মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসউদ্দীন কাউস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল সহ কৃতি শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন ।