বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার ফাঁস হয়ে গেছে, যার কারণে প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী ঝুঁকির মুখে পড়েছেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাতে জানা যায়, হ্যাকার গ্রুপ শাইনি হান্টারস সম্প্রতি গুগলের এক কর্মীকে ফাঁদে ফেলে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। এরপর তারা গোপনে বিপুল পরিমাণ নথি ও ব্যবহারকারীর তথ্য চুরি করে নেয়।
চুরি হওয়া তথ্য কাজে লাগিয়ে প্রতারকরা এখন গুগল কর্মী পরিচয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে ভুয়া ইমেইল ও ফোনকল করছে।
যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে ফোন করে তারা।
পাসওয়ার্ড রিসেট বা নিরাপত্তা কোড দিতে চাপ সৃষ্টি করছে।
অনেক ব্যবহারকারী এর ফাঁদে পড়ে অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হারাচ্ছেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন—
হ্যাকড তথ্যের কারণে ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। কোনো ফোনকল বা মেইল পেলে তা যাচাই না করে বিশ্বাস করা যাবে না। জিমেইল ব্যবহারকারীদের অবিলম্বে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিরাপত্তা সেটিংস পরীক্ষা করতে হবে।
গুগল জানিয়েছে, তথ্যভান্ডারের কিছু ডেটা চুরি হলেও ব্যবহারকারীদের মূল পাসওয়ার্ড নিরাপদ রয়েছে। তবে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।