বর্তমান সময়ে স্মার্টফোন হ্যাকিং একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা নানা কৌশলে ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইল করার ঘটনাও ঘটছে। তাই কিছু লক্ষণ নজরে রাখলে সহজেই বোঝা যায় আপনার অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়েছে কিনা।
ব্যাটারি দ্রুত শেষ হওয়া: স্বাভাবিক ব্যবহারের তুলনায় চার্জ অস্বাভাবিক দ্রুত শেষ হলে ফোনে ক্ষতিকর সফটওয়্যার সক্রিয় থাকতে পারে।
অচেনা কল বা মেসেজ: অপরিচিত নম্বর থেকে বারবার কল বা এসএমএস আসা, কিংবা আপনার অজান্তে ফোন থেকে কল/বার্তা চলে যাওয়া হ্যাকিংয়ের ইঙ্গিত হতে পারে।
ফোন বিল বা ডাটার খরচ বেড়ে যাওয়া: হঠাৎ বিল বা ইন্টারনেট খরচ বেড়ে গেলে বুঝতে হবে লুকানো কোনো অ্যাপ তথ্য আদান-প্রদান করছে।
অবাঞ্ছিত বিজ্ঞাপন ভেসে ওঠা: অচেনা পপ-আপ বিজ্ঞাপন, লিঙ্ক বা নোটিফিকেশন দেখা দিলে ম্যালওয়্যার ঢোকার সম্ভাবনা থাকে।
গ্যালারিতে অচেনা ফাইল পাওয়া: এমন ছবি বা ভিডিও যদি গ্যালারিতে চলে আসে যা আপনি তোলেননি বা পাননি, তবে সেটিও হ্যাকড হওয়ার সতর্কবার্তা।
এমন কোনো লক্ষণ চোখে পড়লে দ্রুত ফোনের সিকিউরিটি স্ক্যান করুন এবং বিশ্বস্ত সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজনে ফোন ফরম্যাট করে নতুনভাবে ব্যবহার শুরু করতে পারেন। সচেতন থাকলেই হ্যাকারদের হাত থেকে ব্যক্তিগত তথ্য রক্ষা সম্ভব।