স্ত্রীর থেকে মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না স্বামী। স্ত্রীকে মোবাইলের পাসওয়ার্ড দিতে বাধ্য করা গার্হস্থ্য হিংসার শামিল। কারণ, এতে মহিলার গোপনীয়তা লঙ্ঘন হয়। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে উচ্চ আদালত। শুধু মোবাইলের পাসওয়ার্ডই নয়, স্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত পাসওয়ার্ড চাইলেও তা গার্হস্থ্য হিংসা বলে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে আদালত।
বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল ভারতের ছত্তীসগঢ় হাই কোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, ওই মামলার শুনানি চলাকালীনই গোপনীয়তা সংক্রান্ত এই মন্তব্য করেছে আদালত। বিচারপতি রাকেশমোহন পাণ্ডের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে থাকলেও একে অন্যের গোপনীয়তা লঙ্ঘন করতে পারেন না। হাই কোর্ট জানিয়েছে, বিয়ে করা মানেই স্ত্রীর ব্যক্তিগত তথ্য, কথাবার্তা বা অন্য কোনও ব্যক্তিগত জিনিসের উপর অধিকার মেলে না। স্ত্রীকে তাঁর মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বাধ্য করতে পারেন না স্বামী। এই ধরনের ঘটনায় গোপনীয়তা লঙ্ঘিত হয়। গার্হস্থ্য হিংসা হিসাবেও তা বিবেচিত হতে পারে। আদালত আরও জানিয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা এবং পারস্পরিক স্বচ্ছতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। একই সঙ্গে পরস্পরের উপর ভরসাও থাকা উচিত। ।