মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধিঃ
ইতালির ফ্লোরেন্সে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফ্লোরেন্সের চার্চের হলরুমে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপের সভাপতি সুচিত্রা রোজারিও’র সভাপতিত্বে ও সহ সভাপতি মিল্টন কস্তার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফ্লোরেন্স পৌরসভার মেয়রের প্রতিনিধি এসোসসেরি লাউরা
স্পারানা।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্লোরেন্সের সভাপতি শরীফ মৃধা।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপের
সহ সভাপতি
মিঃ রোনাল্ড রিবেরু ,
সিনিয়র যুগ্ম সম্পাদক
মিসেস জ্যাকলিন কস্তা,
কোষাধ্যক্ষ
মিঃ জুড মার্ক রোজারিও,
সহ সাংস্কৃতিক সম্পাদক
মিসেস জ্যাকলিন পান্ডে ,
উপদেষ্টা
মিঃ অজিত রোজারিও,
উপদেষ্টা
মিঃ শংকর ভাস্কর পালমা ,
প্রমুখ।
সম্মেলনে ইতালির বিভিন্ন শহর ও ইউরোপের অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা
যোগদান করেন।
এ সময় ৩ জন কৃতি ছাত্রীকে সন্মনানা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’অনুষ্ঠিত হয়।