মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধিঃ
ইতালির পেরুজিয়া শহরের স্পোলেতো এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে ,২৩ সেপ্টেম্বর সকালে পেরুজিয়ায় এলাকাবাসীর চোখে পড়ে একটি মাথাবিহীন লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত যুবক একজন বাংলাদেশি প্রবাসী। নিহত ব্যাক্তির নাম সাগর অভি। বয়স আনুমানিক ২১ বছর।
ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশি প্রবাসী মহলে নেমে এসেছে শোকের ছায়া। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সুত্রঃ Rome Barta