আমাদের দেশে বাস কিংবা ট্রেনের যাত্রীদের মধ্যে তর্ক-বিতর্ক কম বেশি হয়েই থাকে। তবে মাঝ আকাশে বিমানের মধ্যে ঝগড়া খুব একটা দেখা যায় না, তাও আবার ভিনদেশে। তবে এবার বিমানের মধ্যেই ঝগড়ার ঘটনা ঘটেছে এবং যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত।
মালয়েশিয়ার কুয়ালালামপুর (কেএল) থেকে চীনের চেংডুগামী এয়ারএশিয়া এক্সের একটি ফ্লাইটে এমনই এক ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই ঐ ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্ক রূপ নেয় হাতাহাতিতে।
ডেইলি মেইল এবং দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের বরাত দিতে গালফ নিউজ জানিয়েছে, জোরে কথা বলতে নিষেধ করায় একজন পুরুষ যাত্রীর সাথে তর্কে জড়ান দুজন নারী যাত্রী।
কেবিনের আলো নিভিয়ে দেয়ার পর উচ্চস্বরে কথা বলছিলেন ঐ নারীরা যাত্রীরা। এতে অন্য যাত্রীর বিশ্রামে সমস্যা হওয়ায় তিনি তাদের ধীরে কথা বলার অনুরোধ করেন।
একজন প্রত্যক্ষদর্শী যাত্রী ভাইরাল প্রেসকে জানিয়েছেন যে, বিশ্রামের জন্য পুরুষ যাত্রীটি নারীদের কণ্ঠস্বর ধীরে করতে বলেন। ঐ নারীরা তার অনুরোধে সাড়া না দেয়ায় পুরুষ যাত্রীটি তাদের সাথে চড়াও হয়। ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা দ্রুত বৃদ্ধি পায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভাইরাল ফুটেজে দেখা যায়, সবুজ ও সাদা বেসবল ক্যাপ পরা একজন নারী একটি আসনের ওপর উঠে বারবার একজন পুরুষকে ঘুষি মারছেন। এ সময় ঐ ব্যক্তি ট্রে টেবিলের পেছনে লুকিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। আরও দেখা যায় পাশ থেকে কেবিন ক্রুরা যাত্রীদের হাতাহাতি থামাতে হস্তক্ষেপ করেন।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, ঐ নারী ও তার মা দুজনই লোকটিকে শারীরিকভাবে আক্রমণ করেন। পরে কেবিন ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিমানে যাত্রীদের এই কাণ্ড দৃষ্টি আকর্ষণ করেছে চীনা কর্তৃপক্ষের। সিচুয়ান প্রাদেশিক জননিরাপত্তা বিভাগের পুলিশ জড়িতদের জিজ্ঞাসাবাদের জন্য চেংডু বিমানবন্দরে অপেক্ষা করছিল বলে জানিয়েছে গালফ নিউজ।
ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।