ভারতের উত্তরাখণ্ডের একটি গ্রামে মেঘ বিস্ফোরণে সৃষ্ট হরকাবানে অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে। উত্তরকাশীর ধরালী গ্রামে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তরাখণ্ডের খিরিগঙ্গা নদী তীরের একটি জলাশয়ের পাশে আচমকা মেঘ বিস্ফোরিত হয়ে হরকাবান হয়। এতে ভূমিধসে মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় অসংখ্য ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতা লোকেন্দ বিস্ত জানান, যখন আচমকা ভূমিধস হয় তখন স্থানীয়রা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। আচমকা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
ধরালী গ্রামটি তীর্থযাত্রী পর্যটকদের অন্যতম একটি কেন্দ্র। সারা বছরই এ গ্রামে পর্যটক ও তীর্থযাত্রীরা অবস্থান করেন। এখনো মাটি ও পাথরের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। মাটির নিচে চাপা পড়েছে প্রাচীন ঐতিহ্যবাহী কল্পকেদর মন্দির।
উদ্ধারকার্য পরিচালনায় দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সামরিক হেলিকপ্টারও । তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধারকার্য পরিচালনা করা যাচ্ছে না।
সামাজি
আহতদের স্থানীয় হারসাল স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে ২০২১ সালের চামোলী বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন। সে সময় বন্যা ও ভূমিধসে উত্তরাখণ্ডের নৈনিতাল, আলমোড়া, রানিক্ষেতসহ বিভিন্নস্থানে অন্তত ২০০ জন প্রাণ হারান
যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডল পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।