জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু করতে যাচ্ছে একটি নতুন নীতিমালা, যা কার্যকর হবে আগামী ১৫ জুলাই থেকে। নতুন নিয়ম অনুযায়ী, আগে প্রকাশিত ভিডিও পুনরায় আপলোড করে আর আয় করা যাবে না। ইউটিউব বলছে, এই পদক্ষেপ প্ল্যাটফর্মের গুণগত মান বজায় রাখা এবং অপব্যবহার রোধের জন্যই নেওয়া হয়েছে।
বর্তমানে ইউটিউব শুধু বিনোদন বা তথ্য জানার মাধ্যম নয়, বরং বহু মানুষের পূর্ণকালীন আয়ের উৎস হয়ে উঠেছে। অনেকেই নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন। তবে প্ল্যাটফর্মটি শুরু থেকেই কিছু মৌলিক নীতিমালা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
নতুন নিয়মে কী থাকছে?
আগে প্রকাশিত ভিডিও আবার আপলোড করে কোনো ধরনের আয় করা যাবে না।
অন্য কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো ভিডিও আপলোড করলেও হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা।
যারা মৌলিক ও নিয়ম মেনে ভিডিও তৈরি করছেন, তারা এই পরিবর্তনে আরও বেশি সুরক্ষা ও সুবিধা পাবেন।
ইউটিউব জানিয়েছে, কিছু অসাধু ব্যবহারকারী পুরোনো কনটেন্ট নতুন রূপে উপস্থাপন করে প্ল্যাটফর্মকে ভুল পথে ব্যবহার করছেন। এর ফলে মৌলিকভাবে কাজ করা কনটেন্ট নির্মাতারা পিছিয়ে পড়ছেন। সেই কারণেই ইউটিউব তার সিস্টেমকে আরও কঠোর ও পেশাদার করার উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়মের ফলে প্ল্যাটফর্মে সৃজনশীলতা ও মৌলিক কাজের মান বাড়বে। যারা নিয়মিত কষ্ট করে ভিডিও তৈরি করছেন, তাদের কন্টেন্ট আরও বেশি মূল্যায়িত হবে।
দর্পণ/ এইচএএম