হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর। সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে নৈশভোজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। এর আগে চলতি বছর আরও দুই বার উভয়ের সাক্ষাৎ হয়েছে। গাজায় ইসরাইল সেনার অভিযান ও মজলুম ফিলিস্তিনিদের বাসিন্দাদের আটকে রাখার ঘটনায় নেতানিয়াহুর উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউসে তাঁদের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিন নৈশভোজে বসেই ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য মনোনীত করার কথা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। এমনিতেই সোমবার সোশ্যাল সাইটে পোস্ট করে তিনি লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এ জন্য নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন নেতানিয়াহু। ওই চিঠির একটি কপি তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। সম্প্রতি ইরানে মার্কিন হামলা এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আবহে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এর আগে পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল।