সৌর ব্যতিচারের কারণে বাংলাদেশের স্যাটেলাইট সেবা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কয়েক মিনিটের জন্য সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরে দুইবার সৌর ব্যতিচার ঘটে থাকে। এ সময় সূর্যের বিকিরণ জিও-স্টেশনারি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংঘর্ষে আসে, ফলে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়।
২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ থেকে ৯:৩৮ পর্যন্ত (৩ মিনিট)
৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ থেকে ৯:৪১ পর্যন্ত (৯ মিনিট)
১ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৪২ পর্যন্ত (১২ মিনিট)
২ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ পর্যন্ত (১৩ মিনিট)
৩ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ পর্যন্ত (১৩ মিনিট)
৪ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪১ পর্যন্ত (১২ মিনিট)
৫ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪০ পর্যন্ত (১১ মিনিট)
৬ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৩৮ পর্যন্ত (৮ মিনিট)
বিএসসিএল জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে সংস্থাটি দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।