
ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি এবং গৃহহীনতা বিষয়ক মন্ত্রী রুশনারা আলী। শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি।
সম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব টাউনহাউস থেকে পুরোনো ভাড়াটিয়া সরিয়ে ব্যক্তিগত একটি সম্পত্তির ভাড়া রাতারাতি ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন রুশনারা আলী। এক সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও; নিজেই এই কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে রুশনারা বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। লেবার সরকার গঠনে অংশ নেওয়া এবং পরে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানজনক বিষয়। আপনার প্রতি আমার অব্যাহত অঙ্গীকার ও সমর্থন বজায় থাকবে।
আরও বলেন, সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে আমি স্পষ্ট করে বলতে চাই, যথাযথভাবে আইন মেনেই কাজ করেছি। আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব-কর্তব্য যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করেছি এবং প্রাপ্ত তথ্যপ্রমাণ তা প্রমাণ করে। তবে এটা এখন স্পষ্ট যে, আমার বর্তমান পদে থাকা সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজকে বিভ্রান্ত করতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার।
দর্পণ/এম এ