আমরা প্রতিদিনই গুগলে কিছু না কিছু খুঁজি—কখনও তথ্য, কখনও প্রশ্ন, কখনও রান্নার রেসিপি! কিন্তু কী জানেন, বিশ্বব্যাপী মানুষ সবচেয়ে বেশি কী জানতে চায় গুগলের মাধ্যমে?
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গুগলের সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নগুলোর তালিকা, যা শুধু মজার নয়, অনেকাংশে বিস্ময়করও।
শীর্ষে যে প্রশ্নটি—তা শুনে আপনি আকাশ থেকে পড়বেন!
বিশ্বব্যাপী সবচেয়ে বেশি করা প্রশ্নটি হলো “আমার আইপি কী?”
এই একটি প্রশ্ন গুগলে প্রতি মাসে খোঁজা হয় ৩৩ লাখেরও বেশি বার!
অন্য যেসব প্রশ্নও সবচেয়ে বেশি খোঁজা হয়েছে:
“কয়টা বাজে?” – ১৮ লাখ ৩০ হাজার বার
“ভোটার হিসেবে রেজিস্টার কীভাবে করব?” – ১২ লাখ ২০ হাজার বার
“কীভাবে টাই বাঁধব?” – ৬ লাখ ৭৩ হাজার বার
“তুমি এটা চালাতে পারবে?” – ৫ লাখ ৫০ হাজার বার
“এটা কোন গান?” – ৫ লাখ ৫০ হাজার বার
“কীভাবে ওজন কমাবেন?” – ৫ লাখ ৫০ হাজার বার
“এক কাপে কত আউন্স?” – ৪ লাখ ৫০ হাজার বার
“মা দিবস কখন?” – ৪ লাখ ৫০ হাজার বার