বর্তমানে জিমেইল ছাড়া আধুনিক জীবনের যোগাযোগ কার্যক্রম কল্পনাও করা যায় না। ব্যক্তিগত থেকে অফিসিয়াল—সব ধরনের কাজে মেইল ব্যবহার করছেন প্রায় সবাই। অনেকেই সোশ্যাল মিডিয়া বা চ্যাট অ্যাপের চেয়ে মেইলকেই বেশি নিরাপদ মনে করেন। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হুমকিও।
গুগলের জিমেইল ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৮০ কোটি। এই বিপুলসংখ্যক ইউজারকে নতুন এক ‘লুকানো বিপদ’ সম্পর্কে সতর্ক করেছে গুগল।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হ্যাকাররা এখন গুগলের নিজস্ব এআই চ্যাটবট জেমিনি-কে বোকা বানিয়ে প্রতারণা চালাচ্ছে।
তারা এমনভাবে ইমেইলের ভেতর সাদা রঙের টেক্সট, শূন্য ফন্ট সাইজ বা ‘অদৃশ্য বার্তা’ বসিয়ে দিচ্ছে, যা সাধারণ চোখে দেখা যায় না। কিন্তু ইউজার যখন জেমিনিকে বলেন “Summarize this email”, তখন জেমিনি সেই লুকানো বার্তাও পড়ে ফেলে এবং ভুয়া ‘গুগল সাপোর্ট’ নম্বর বা পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশনা ইউজারকে জানিয়ে দেয়।
এরপরই ব্যবহারকারী ভুল করে সেই ভুয়া নম্বরে কল করে বা ক্ষতিকর লিংকে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন—যার পরিণতি হতে পারে ভয়াবহ।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও গুগলের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে:
১. জেমিনির সামারিতে যদি “Urgent security warning” বা “Password reset” জাতীয় কিছু আসে—চোখ বুজে বিশ্বাস করবেন না।
২. গুগল কখনোই জেমিনির মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে না।
৩. মেইলের সামারির ওপর নির্ভর না করে নিজে পুরো মেইলটি পড়ে নিন।
৪. কোনো সাপোর্ট নম্বর দিলে, গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই না করে সেখানে ফোন করবেন না।