ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে, যা এরইমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১ দশমিক ৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে। এমন খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা রিয়া। খবর আল জাজিরা।
রুশ বিজ্ঞান একাডেমির ভূ-ভৌগোলিক বিভাগের স্থানীয় শাখার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্যমতে, আগ্নেয়গিরিটি এখনও চূড়ান্তভাবে অগ্ন্যুৎপাত করছে এবং ছাই ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ ছাড়া যেকোনো সময় ৮ কিলোমিটার (৪ দশমিক ৯ মাইল) উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কারণে নিচু উচ্চতায় উড়তে থাকা বিমানগুলোর জন্য ঝুঁকি বাড়ছে।
ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক ফ্লাইটের জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ‘কমলা রঙের’ সতর্কতা জারি করেছে। অর্থাৎ আগ্নেয়গিরি-সংক্রান্ত কার্যকলাপ বিমান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় লাভা প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।