এম,আনারুল ইসলাম, কোলকাতা প্রতিনিধি:
ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাঁটা তারের বেড়া তৈরির কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি আগে এই এলাকায় ভালোভাবে কাঁটা তার ছিল না।
তার ফলে রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত। সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালা তো তারা। আর এই কাঁটাতার বেড়া তৈরির কাজ শুরু হওয়ার ফলে তারা অনেকটাই খুশি।
তাদের দাবি আর বাংলাদেশের দুষ্কৃতীরা এদেশে প্রবেশ করতে পারবে না এবার ভালোভাবে তারা দিন কাটাতে পারবে। পানিতর, দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই কাঁটাতারের বেড়ার কাজ। এই কাঁটাতারের বেড়ার উচ্চতা হবে কুড়ি ফুট। কাঁটাতারের বেড়া বরাবর তৈরি করা হচ্ছে কংক্রিটের রাস্তা। যে রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএফ নজরদারি চালাতে পারবে।।