নাইজেরিয়া বিমান বাহিনী ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়ে অন্তত ৩৫ জঙ্গিকে হত্যা করেছে। শনিবার পরিচালিত এ অভিযানের বিষয়ে বিমান বাহিনীর মুখপাত্র এহিমেন ইজোডামে এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চারটি স্থানে জড়ো হওয়া জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, জঙ্গিরা সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনা করছিল। বিমান হামলার পর স্থানীয় সেনাদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হয় এবং তারা নিশ্চিত করেছে যে এলাকা এখন নিরাপদ।
দেশটির উত্তরপূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম ও তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)। সম্প্রতি এ দুই গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ায় নাইজেরিয়া সামরিক বাহিনী সেখানে অভিযান জোরদার করেছে। গত সপ্তাহে বাহিনীটি জানিয়েছিল, চলতি বছরের আট মাসে তারা ৫৯২ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল ক্যামেরুন, শাদ ও নাইজারের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলো একাধিক দেশে কার্যক্রম চালিয়ে আসছে। জাতিসংঘের তথ্যমতে, ১৬ বছরেরও বেশি সময় ধরে চলা এসব বিদ্রোহে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।