মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধিঃ
ইতালির রাজধানী রোমে প্রবাসী বরিশাল জেলা বাসীদের সংগঠন বরিশাল জেলা সমিতি ইতালির নতুন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রোমের মনতানিওয়ালা খান রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন অসংখ্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসে বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন হাওলাদারকে সভাপতি এবং ইলিয়াস মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি স্বপন হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী বরিশালবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইভাবে সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক বলেন- “বরিশাল জেলা সমিতি প্রবাসীদের মিলনমেলা ও সামাজিক উন্নয়নের প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই।”
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব প্রবাসী বরিশালবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
বরিশাল জেলা সমিতির আহবায়ক মজিবুর রহমান সিকদার এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এড: আনিসুজ্জামান ও খান রিপনের যৌথ পরিচালনায় এ সময় বরিশাল জেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।