মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধিঃ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন ইতালির পিসা শাখা বিএনপি।
গত রোববার স্হানীয় একটি হলরুমে অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের
সুচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসা শাখা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’।অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন পিসা শাখা বিএনপির সাবেক সাধারণ মোঃ আবু সুমন ও সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ, মোঃ শাজাহান ও সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব অপু ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হোসেন মিশু, এছাড়া আরো উপস্থিত ছিলেন পিসা শাখা বিএনপি’র উপদেষ্টা মন্ডলী সদস্য মুজিবুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যর মধ্যে তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী করার দিকনির্দেশনা দেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মেনে ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে দেশ ও প্রবাসে সকলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।