ইরানের পারমাণবিক কর্মসূচিকে বহু বছর পিছিয়ে দেওয়ার জন্য দেশটির অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা। নিহতদের মধ্যে রয়েছেন রসায়নবিদ, পদার্থবিদ এবং পারমাণবিক প্রকৌশলীরা। খবর এপি এবং আল-জাজিরার।
গত সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, “এই বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস না হলেও বড় ধাক্কা খেয়েছে। টিকে থাকা অবকাঠামো দিয়ে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি এখন প্রায় অসম্ভব।”
রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরদিন, মঙ্গলবার, তেহরানে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণুবিজ্ঞানী নিহত হওয়ার খবর জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এসব হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিলম্বিত করতে পারলেও সম্পূর্ণরূপে থামাতে পারবে না। কারণ, দেশটিতে এখনো বিপুল সংখ্যক প্রশিক্ষিত বিজ্ঞানী ও গবেষক রয়েছেন, যারা নিহতদের স্থান পূরণে সক্ষম।
উল্লেখ্য, চলমান ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। বিশেষ করে পারমাণবিক কেন্দ্র ও বিজ্ঞানীদের টার্গেট করে ধারাবাহিকভাবে হামলার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহলে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হত্যাকাণ্ড ইরানকে প্রতিশোধে আরও উসকে দিতে পারে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।