ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আবহে ইরান কখনও আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে দিলেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় খামেনি বলেন,“আত্মসমর্পণ শব্দটি ইরানি জাতির অভিধানে নেই। ইরান একটি শক্তিশালী জাতি, যার কণ্ঠস্বর এক, ঐক্য অটুট।”
এই বক্তব্যে তিনি সম্প্রতি ইরানের অভ্যন্তরে জাতির ঐক্য, সংহতি এবং প্রতিরোধের উদাহরণ তুলে ধরে বলেন—“এই জাতি দেখিয়েছে, কঠিন সময়েও তারা বিভ্রান্ত হয় না। তাদের কণ্ঠস্বর এক, তাদের হৃদয় এক। তারা মাথা নত করে না, জবাব দেয়। আর এই জবাবই ছিল ইরানের পক্ষ থেকে একটি প্রেরণাদায়ী বার্তা।”
ma