এম আনারুল ইসলাম, কোলকাতা প্রতিনিধি
আজ মঙ্গলবার (২২ জুলাই) দিল্লিতে অবতরণের পরেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন। জানা গেছে, দিল্লি বিমানবন্দরে অবতরণ এবং পার্ক করার কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৩১৫-এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা APU-তে আগুন লেগে যায়। মূলত হংকং থেকে দিল্লি এসেছিল উড়ানটি।
আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এয়ার ইন্ডিয়ার সূত্রে খবর, এই দুর্ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি। যাত্রী এবং বিমানের কর্মীরা সবাই অক্ষত আছেন। নিরাপদেই সবাই বিমান থেকে নেমেছেন। আগুন লাগার পরে বিমানটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দেয়। প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে।
যাত্রীদের অবতরণ করার সময়কার ঘটনা এটি। সেই সময় যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। কিন্তু কিভাবে এই আগুন লাগল তা ক্ষতিয়ে দেখার বিষয়। আর সমস্ত রকম পরীক্ষা করাও চলছে। বারংবার এই বিমান সংক্রান্ত কোন না কোন ছোট বড় ঘটনা ঘটেই যাচ্ছে। বিমানের যে ছোট ইঞ্জিনে আগুন লেগেছিল তাকে এপিউ বলা হয়। যে কোন বিমানকে মাটিতে থাকা অবস্থায় শক্তি জোগাতে সাহায্য করে এই এপিউ। ওই সময় বিমানের এসি, লাইট জ্বালাতে ও প্রধান ইঞ্জিন চালু করতে যথার্থ শক্তির জোগান দেয় এই এপিউ।