অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অজান্তেই নজরদারিতে রাখছে গুগলের এআই অ্যাপ ‘জেমিনি’—এমন আশঙ্কা এখন প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে জোরালো। বিশেষ করে, হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত মেসেজিং অ্যাপেও তথ্য সংগ্রহ করছে বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি গুগল নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘জেমিনি অ্যাপ খোলা না থাকলেও’ ফোন, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে সহায়তা করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীর চ্যাট অ্যাকটিভিটি অন্তত ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করবে জেমিনি।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিরাপদ তো?
মেটা কর্তৃপক্ষ (হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান) সবসময় দাবি করে, হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। এমনকি মেটাও সেই চ্যাট দেখতে পারে না। কিন্তু ফোনে আসা নোটিফিকেশন বা অ্যাপ পারমিশনের সুযোগ নিয়েই জেমিনি এসব তথ্য সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে, আপনি হয়তো ভাবছেন আপনার ব্যক্তিগত কথোপকথন নিরাপদ, অথচ নোটিফিকেশন থেকেই চ্যাটের তথ্য জেমিনির কাছে চলে যেতে পারে।
তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে
গুগল জানিয়েছে, চাইলে কিছু সেটিংস পরিবর্তন করে জেমিনির তথ্য সংগ্রহ আংশিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।
জেমিনি অ্যাপ খুলুন।
উপরে ডান পাশে প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
“Gemini App Activity” সিলেক্ট করুন।
সেখানে গিয়ে ডেটা সংগ্রহ বন্ধের বাটন অফ করে দিন।
তবে সতর্কতা—তবুও ৭২ ঘণ্টা পর্যন্ত তথ্য সংরক্ষিত থাকবে।
কোন অ্যাপের তথ্য দেখবে, তা বাছাই করার উপায়:
প্রোফাইল ছবিতে ক্লিক করে “Apps” বা “Manage App Access” এ যান।
নির্দিষ্ট অ্যাপগুলোর পাশে থাকা টিকচিহ্ন অন রাখুন।
বাকি সব অ্যাপের অ্যাকসেস ডিজেবল করে দিন।
গোপনীয়তা রক্ষায় সতর্ক হোন
এআই টুলের সুবিধা যেমন অসীম, তেমনি আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও সতর্ক হওয়া জরুরি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেন ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো তথ্য এক্সেস না করে, সেই দাবিও উঠছে জোরেশোরে।
আপনার ফোনে থাকা তথ্য শুধু কথাবার্তা নয়, এটাই আমাদের পরিচয়, নিরাপত্তা আর ব্যক্তিগত গোপনীয়তার অংশ। তাই সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ।