টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে ফরম্যাটেও পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ দিনের জয়খরা ভাঙল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার (১০ আগস্ট) রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জিতে নিল শাই হোপের দল। ২০১৯ সালের পর এটাই পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে জয়।
২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর টানা চার ম্যাচে হার মানতে হয়েছিল ক্যারিবীয়দের। চলতি সিরিজের প্রথম ওয়ানডেতেও ৫ উইকেটে পরাজিত হয় তারা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের লড়াইয়ে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টিতে খেলা কমে আসে ৩৫ ওভারে। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭১ রান। ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় নেমে ১২ রানের মধ্যে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইস ফিরলেও মাঝের সারির রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ড দলের জয় নিশ্চিত করেন।
চেজ অপরাজিত থাকেন ৪৯ রানে (৪৭ বল), গ্রিভস করেন ২৬* (৩১ বল)। রাদারফোর্ড আউট হওয়ার আগে ৪৫ রান যোগ করেন, আর অধিনায়ক হোপের ব্যাট থেকে আসে ৩২ রান। পাকিস্তানের হয়ে হাসান আলী ও মোহাম্মদ নাওয়াজ দুটি করে উইকেট নেন।
পাকিস্তানের ইনিংসে হাসান নাওয়াজ সর্বোচ্চ ৩৬* এবং হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস মাত্র ২৩ রানে নেন ৩ উইকেট। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরা হন রস্টন চেজ।