এশিয়া কাপের সুপার ফোরেও দেখা গেল একই দৃশ্য—ভারত ও পাকিস্তানের অধিনায়করা একে অপরের সঙ্গে হাত মেলাননি।
গ্রুপ পর্বে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমে ফেরেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগোলেও ভারতীয় ক্রিকেটাররা তাদের ড্রেসিংরুমের দরজা বন্ধ রাখেন। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
রোববার সুপার ফোরের ম্যাচেও একই ঘটনা ঘটে। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান সূর্যকুমার। তবে পাশেই দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি তাকে। সালমান আলীও বিষয়টি এড়িয়ে যান।
পরে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারত ও পাকিস্তান দুই দলকেই আপাতত হাত না মেলানোর পরামর্শ দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি এ নিয়ে অধিনায়ক ও কোচের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা যায়।