নেইমার মানেই যেন চমক। মাঠে যেমন কারিকুরি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন, তেমনি মাঠের বাইরেও তার বিলাসী ও অভিনব জীবনশৈলী নিয়ে আলোচনা থেমে থাকে না। এবার আরও এক ধাপ এগিয়ে নিজের গ্যারাজে যোগ করলেন সুপারহিরো ব্যাটম্যানের প্রতীক হয়ে ওঠা ‘ব্যাটমোবাইল’!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, নেইমার যেই ব্যাটমোবাইলটি কিনেছেন, সেটি মূলত ওয়ার্নার ব্রাদার্স নির্মিত ‘ডার্ক নাইট ট্রিলজি’র অনুপ্রেরণায় বানানো একটি বিশেষ সংস্করণ। বিশ্বের মাত্র ১০ জন এই গাড়িটির মালিক হতে পেরেছেন—আর তাদের একজন এখন নেইমার।
গাড়িটির প্রকৃত মূল্য ছিল প্রায় ৩০ লাখ ডলার, কিন্তু নেইমার এটি কিনেছেন অর্ধেক দামে, ১৫ লাখ ডলারে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা!
দৈর্ঘ্য: ৪.৬৫ মিটার, প্রস্থ: ২.৮ মিটার
কাঠামো: স্টিল ফ্রেম, কার্বন ফাইবার ও কেভলার বডি
ইঞ্জিন: ৬.২ লিটার V8, ৫২৫ হর্সপাওয়ার
ফিচার: ধোঁয়া বোমা নিক্ষেপের ব্যবস্থা, রেপ্লিকা জেট ইঞ্জিন, সাজানো মেশিনগান, স্বয়ংক্রিয় স্পয়লার এবং ব্যাটককপিট স্টাইলের আসন
তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এই ‘দৈত্যাকার’ বাহনটি নেইমার চালাতে পারবেন না ইউরোপ বা ব্রাজিলের কোনো রাস্তায়। কারণ, দুই জায়গাতেই এরকম যান চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। ফলে ব্যাটমোবাইলটি শুধুই থাকবে তার বিলাসবহুল গ্যারাজে শোভা হিসেবে।
ব্যাটমোবাইল ছাড়াও নেইমারের গ্যারাজে রয়েছে:
অডি আর৮ স্পাইডার
ফেরারি পুরোসাঙে
বেন্টলি কন্টিনেন্টাল
অ্যাস্টন মার্টিন ডিবিএক্স
ল্যাম্বরগিনি হুরাকান
তবে এটা প্রথম নয়—নেইমারের ব্যাটম্যান-প্রীতি বহু পুরোনো। তার পিঠে রয়েছে ব্যাটম্যান লোগোর ট্যাটু, এমনকি ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে ব্যাটমোবাইলে বসে ছবি তুলতেও দেখা গেছে তাকে।
মোট সম্পদ: প্রায় ৩৫ কোটি ডলার
সৌদি ক্লাব আল হিলাল থেকে আয়: বছরে ১৬ কোটি ডলার
ব্র্যান্ড ইনকাম (পিউমা, রেড বুল, বিটস): প্রতি বছর ৩-৪ কোটি ডলার
সম্পদ: দুবাইয়ের ৫ কোটি ডলারের পেন্টহাউস, মায়ামির সম্পত্তি, ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ