আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। তাকে দলে অন্তর্ভুক্ত করায় নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমে এশিয়া কাপের দল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজিন বলেন—
“নতুন দলটিকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে নির্বাচকদের ধন্যবাদ জানাই সোহানকে সুযোগ দেওয়ার জন্য। তার জায়গাটা প্রাপ্য ছিল। সঠিক সময়ে তাকে নেওয়া হয়েছে এবং সাইফ হাসানকেও দলে জায়গা দেওয়া হয়েছে। আমার মনে হয়, দলটা যথেষ্ট ভালো।”
এশিয়া কাপে দলের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন—
“আমি বলছি না যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে যদি দল সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যেতে পারে, সেটাই বড় অর্জন হবে। এই দল সেমিফাইনাল খেলার মতো সক্ষম।”
রাজিনের মতে, বর্তমান স্কোয়াড অভিজ্ঞতায় সমৃদ্ধ—
“ওপেনার থেকে শুরু করে সোহান পর্যন্ত বেশ অভিজ্ঞ খেলোয়াড়। সাইফ হাসানও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছে। তাই দলটা এখন অনেক পরিণত।”
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।