শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে কলম্বোয় আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই।
সিরিজের এই তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে সিরিজ জিততে হলে করতে হবে ১৩৩ রান।
অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। একমাত্র প্রতিরোধ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে কিছুটা স্থিরতা এনে দেন তিনি। তবে ইনিংসের শেষ দিকে দাসুন শানাকার ঝড়েই লড়াইয়ের পুঁজি দাঁড় করায় লঙ্কানরা।
২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকা শানাকা শেষ ওভারে শরিফুল ইসলামকে দুটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ রান। এই ওভারেই অনেকটা ভরসা ফিরে পায় শ্রীলঙ্কা।
এর আগে টাইগার বোলাররা দুর্দান্ত সূচনা এনে দেন দলকে। ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে (১) শরিফুলের বলে হৃদয়ের ক্যাচে ফেরান। এরপর মেহেদী হাসান দেখান দুর্দান্ত স্পিন জাদু। দ্বিতীয় ওভারে কুশল পেরেরাকে (০) স্লিপে তানজিদের হাতে ক্যাচে পরিণত করেন তিনি। পরের ওভারে ফেরান দিনেশ চান্ডিমাল (৫) ও চারিথ আসালাঙ্কা (৩)-কে।
নিজের শেষ ওভারে মেহেদী থামান দলীয় সর্বোচ্চ স্কোরার নিশাঙ্কাকেও। তাঁর ৪ ওভারে ৪ উইকেটের দারুণ বোলিংয়ে চাপে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ।
মাঝে শামীম হোসেন পাটোয়ারীর বলে ২১ রান করা কামিন্দু মেন্ডিস বিদায় নেন। শেষ পর্যন্ত শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩২ রান। ফলে বাংলাদেশকে সিরিজ জয়ের জন্য করতে হবে ১৩৩ রান।