ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ পুরো দেশ। জাতীয় শোক পালনের দিনে মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল—পেশাদারিত্বের দায়ে, দায়িত্ববোধে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই ম্যাচে ফল নয়, আবেগটাই বড়।
দেশের ভাবনায় এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। যে দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক শিক্ষার্থীর, নাড়া দিয়েছে গোটা জাতিকে। এমন মুহূর্তে বিসিবি ম্যাচটিকে উৎসর্গ করেছে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ম্যাচ শুরুর আগে দুই দল ও ম্যাচ অফিসিয়ালরা এক মিনিট নিরবতা পালন করবেন। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। স্টেডিয়ামে বাজবে না কোনো গান বা উদ্দীপনামূলক সংগীত। এছাড়া বিসিবি কার্যালয়ে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা, আয়োজন করা হয়েছে দোয়া ও প্রার্থনার।
ক্রিকেট পেশাদারদের খেলা, তবে আজকের ম্যাচটা কেবল আর মাঠের লড়াই নয়। আজকের ম্যাচটা যেন এক জাতিগত সমবেদনার প্রতিচ্ছবি। এক শোকস্তব্ধ জাতির পক্ষে মাঠে নামা বাংলাদেশের।