বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবার অভিনয়ের বাইরে গিয়ে অন্য কারণে আলোচনায়। এক টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ করেই পুলিশ সেজে উঠে মঞ্চ থেকে তাকে ধরে নিয়ে গেলে চমকে যান দর্শকরা।
শনিবার সম্প্রচারিত ‘জি বাংলার’ একটি শো-তে প্রেমিকা ঐন্দ্রিলা সেন ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মেতে ছিলেন অঙ্কুশ।
একপর্যায়ে ঐন্দ্রিলা অঙ্কুশের চোখ বেঁধে দেন। এরপর মঞ্চে প্রবেশ করেন ইনস্পেক্টর চরিত্রে অভিনেতা সায়ন ঘোষ। তিনি অভিযোগ তোলেন, অঙ্কুশ নাকি “মানকচু পাচার”-এর সঙ্গে জড়িত। মুহূর্তেই সায়নের দল মঞ্চ থেকে তাকে ধরে নিয়ে যায়।
প্রথমে এটি দর্শকদের কাছে বাস্তব মনে হলেও পরে বোঝা যায়—সবই ছিল শো-এর অংশ। তবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেন অঙ্কুশ। তিনি ক্ষোভ দেখালেও পরবর্তীতে স্পষ্ট হয়, সেটিও মূলত দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই অভিনয়।
এদিকে সামনে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে অঙ্কুশের নতুন ছবি ‘রক্তবীজ ২’। ছবিতে খলনায়ক চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের নাম মুনির আলম, আর এই রূপে একেবারেই ভিন্ন আঙ্গিকে হাজির হবেন অভিনেতা।