ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দুই বছর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমাতেই সাড়া ফেলেন তিনি। এরপর গত কোরবানির ঈদে একই নির্মাতার ‘তাণ্ডব’ চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেন এবং ইঙ্গিত দেন ‘সুড়ঙ্গ ২’ তৈরির পরিকল্পনার।
তবে ভক্তদের অপেক্ষায় থাকা এই সিনেমার শুটিং কিছুটা পিছিয়ে যাচ্ছে। কারণ, নিশো বর্তমানে হাঁটুর সমস্যায় ভুগছেন। যদিও এখন তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, তবু দীর্ঘ সময়ের শুটিং তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই শুটিং শুরু করার আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান। নিশো বলেন, “সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা রাফী ভালো জানে। আমাকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফে ফিরতে হলে হাঁটুর সার্জারি করানো জরুরি।”
হাস্যরসের সুরে তিনি আরও বলেন, “এই কথা আগে কোথাও বলিনি। এখন বলায় অনেকে হয়তো ভাববে—পা ভাঙা অভিনেতাকে কাজে নেওয়া যাবে না।”
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলে নিশো নতুন সিনেমার কাজে ফিরবেন। তিনি ইতোমধ্যেই রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় যুক্ত হয়েছেন, যেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গেও দেখা যাবে তাকে। বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে এই ছবির।