মিরপুরে জমজমাট লড়াইয়ে দুর্দান্ত বোলিং ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদের দুর্দান্ত স্পেল আর ইমনের ব্যাটে ভর করেই ঘরের মাঠে শুরুটা দারুণ করল লিটন দাসের দল।
ম্যাচের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নামে সফররত পাকিস্তান। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ধারাবাহিক চাপের মুখে ১৯ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। নিজের শেষ ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। সঙ্গে ছিল দুটি রান আউট। এছাড়া শেখ মাহেদী, মোস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিন শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের ব্যাট চালাতে দেয়নি।
পাওয়ার প্লেতে পাকিস্তান হারায় ৪ উইকেট। এরপর ইনিংসটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। সবচেয়ে বেশি রান করেন ফখর জামান—৪৪ বলে ৪৪। এছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। তবে তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়।
হৃদয় আউট হন ৩৬ রানে, তবে অপরপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ইমন। মাত্র ৩৪ বলে ৫৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা হন। শেষ দিকে জাকের আলীর ১০ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস জয় সহজ করে তোলে।
এই জয় দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত করবে লিটন বাহিনী। সেই লক্ষ্যেই প্রস্তুত টাইগার শিবির।