প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ ব্যবধানে সমতা আনতে সক্ষম হয়। বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
তানভীর ইসলামের বোলিং নৈপুণ্য
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে তুলে নেন ৫ উইকেট, যা ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম ফাইফার। শুরুতেই পেসার তানজিম সাকিব এলবিডব্লিউ করে ফেরান ওপেনার নিশাঙ্কাকে। এরপর ইনিংস গড়ার চেষ্টায় থাকা কুশল মেন্ডিস (৩১ বলে ৫৬) ও মাদুশকার (২৫ বলে ১৭) উইকেট তুলে নেন তানভীর। মাঝের ওভারে একে একে কামিন্দু, ভেল্লালাগে এবং থিকসানার উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংকে চাপে ফেলেন এই তরুণ স্পিনার।
লড়াই করেও ব্যর্থ লিয়ানাগে
শ্রীলঙ্কার হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন লিয়ানাগে। নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে কিছুটা সম্ভাবনা জাগান তিনি। তবে ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হলে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।
ব্যাট হাতে ফিফটি ইমন ও হৃদয়ের
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলে ভালো সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। ওপেনার ইমন ৬৯ বলে ৬৭ রান করেন। তার সঙ্গে ফিফটি করেন তাওহিদ হৃদয়ও (৫৬)। তবে মিডল ও লোয়ার মিডল অর্ডারে ব্যর্থতার কারণে ২৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংসে ছোট ছোট অবদান রাখলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত ২৭০-২৮০ রানের স্কোরে পৌঁছাতে পারেনি মিরাজের দল।
সিরিজ নির্ধারণী ম্যাচ মঙ্গলবার
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত সিরিজ ১–১ ব্যবধানে সমান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের পারফরম্যান্সের চূড়ান্ত ফল।