আজ ৩৮ বসন্তে পা দিয়েছেন লিওনেল মেসি। বিশেষ দিনকে রাঙানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রতিপক্ষ পালমেইরাসকে হারানোর। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়েও ছিল ইন্টার মায়ামি।
তবে শেষ ১১ মিনিট লিডটা ধরে রাখতে পারেনি মায়ামি। পরে দুই গোল হজম করায় ২-২ ড্রয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক মেসির দলকে। এতে জয় দিয়ে জন্মদিনটাও রাঙানো হয় না মেসির। পয়দা দিন রাঙাতে না পারলেও জীবনের বিশেষ দিনই একটা ব্যক্তিগত রেকর্ড অক্ষত রাখতে পেরেছেন তিনি।
রেকর্ডটি হচ্ছে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩৩ বার ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে খেলে কখনো গ্রুপ পর্বে বিদায় নিতে হয়নি মেসিকে। প্রতিবারই গ্রুপ পর্ব পেরিয়ে পরের পর্বে সুযোগ পেয়েছে তার দল। আর্জেন্টিনার বাইরে মেসি তিনটি ক্লাবের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবল খেলেছেন। ক্লাব তিনটি হচ্ছে- বার্সেলোনা, পিএসজি ও বর্তমান দল মায়ামি।
টুর্নামেন্টের মধ্যে মেসি সবচেয়ে বেশি ১৯ বার গ্রুপ পর্ব পেরিয়েছেন চ্যাম্পিয়ন লিগে। দুইয়ে আছে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় ৭ বার গ্রুপ পর্ব পেরোনোর ইতিহাস। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৫ বার পেরোনোর বিপরীতে ১ বার করে গ্রুপের বাধা ডিঙিয়েছেন ক্লাব বিশ্বকা, লিগ কাপে।
আজ ক্লাব বিশ্বকাপে ড্র করায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারেনি মায়ামি। রানার্সআপ হওয়ায় সাবেক ক্লাবের সঙ্গে মেসির পুর্নমিলন হতে যাচ্ছে মেসির।
শেষ ষোলোয় মায়ামির প্রতিপক্ষ যে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এখন দেখার বিষয় আগামী ২৯ জুন সাবেক ক্লাবকে হারাতে পারেন কি না মেসি।