৩৯ বছরে পা দেওয়া লিওনেল মেসি এখনও মাঠে ছুটে চলেছেন দাপট নিয়ে। মেজর লিগ সকারে (এমএলএস) ধারাবাহিকভাবে পাঁচ ম্যাচে জোড়া গোল করে মাত করেছিলেন লিগ। কিন্তু এইবার থামতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে—তার দল ইন্টার মায়ামিও থামল একই সঙ্গে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এমএলএসে সিএফ সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের বড় হার সইতে হয়েছে মায়ামিকে। প্রতিপক্ষের মাঠ টিকিউএল স্টেডিয়ামে শুরু থেকেই কোণঠাসা ছিল মেসির দল। ম্যাচের ১৬ মিনিটে গারার্দো ভালেনজুয়েলার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। বিরতির পর এভারডার একাই মায়ামিকে ধ্বংস করে দেন—৫০ ও ৭০ মিনিটে দুটি গোল করে জয় নিশ্চিত করেন।
মেসির দিনটাও ছিল বিবর্ণ। পুরো ম্যাচে মাত্র দুটি শট নিতে পেরেছেন, তাও সহজেই প্রতিহত করেছে সিনসিনাটির রক্ষণভাগ। ইন্টার মায়ামির দলগত পারফরম্যান্সও হতাশাজনক—৯০ মিনিটে গোলপোস্ট বরাবর শট ছিল মাত্র দুটি।
টানা জয়ের পর হঠাৎ এমন বড় হার, মেসি ও মায়ামি চাইবে দ্রুতই ভুলে যেতে এই ম্যাচ। সামনে আরও লম্বা পথ, কিন্তু এমন পারফরম্যান্সে প্রশ্ন জাগছে—আসলেই কি ক্লান্ত হচ্ছেন মেসি?