আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখাল আধিপত্যের নিদর্শন। লিওনেল মেসির নেতৃত্বে নামা ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
প্রথমার্ধেই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায়। বল দখল, পাসিং, আক্রমণ—সব দিক থেকেই একতরফা আধিপত্য ছিল পিএসজির। প্রথম ১০ মিনিটেই বলের প্রায় ৮৭ শতাংশ সময় নিয়ন্ত্রণে রেখে ইন্টার মায়ামিকে ব্যাকফুটে ঠেলে দেয় তারা। ম্যাচের ৬ মিনিটেই পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মায়ামির রক্ষণভাগ। ৩৯ মিনিটে আবার নেভেসের গোল, ৪৪ মিনিটে আভিলেসের আত্মঘাতী গোল, আর প্রথমার্ধের ইনজুরি টাইমে আশরাফ হাকিমির লক্ষ্যভেদে ৪-০ তে এগিয়ে যায় পিএসজি।
ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মেসির সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে তার মুখোমুখি হওয়া। তবে মাঠে তার উপস্থিতি ছিল প্রায় অদৃশ্য। মেসি যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পুরো ম্যাচে তিনি কোনো উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি করতে পারেননি, বরং এক পর্যায়ে তার অসহায়ত্ব চোখে পড়ে।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মায়ামি। এই অর্ধে আর কোনো গোল হজম না করলেও, তারা ম্যাচে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতে পারেনি। একটি সহজ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ, মেসির দারুণ পাস থেকে, কিন্তু গোলরক্ষকের সামনে একেবারে লক্ষ্যভ্রষ্ট শটে সে সম্ভাবনাও মাটি হয়ে যায়।শেষ পর্যন্ত, ৪-০ গোলের হার নিয়েই বিদায় নিতে হয় ইন্টার মায়ামিকে।
na