গত রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপসেরা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখায় আন্ডারডগ চেলসি। ফাইনালে কোল পালমারের জোড়া গোল এবং জোয়াও পেদ্রোর নিখুঁত শটে মঞ্চ মাতায় ব্লুজরা।
পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রেসিডেন্ট ট্রাম্পই রিস জেমসের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন। তবে বিতর্ক ছড়ায় এরপরই—খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দিতে দিতে হঠাৎ ট্রাম্পকে একটি মেডেল নিজের ব্লেজারের পকেটে ঢুকাতে দেখা যায়। এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, নেটিজেনদের প্রশ্ন—”ট্রাম্প কি মেডেল চুরি করলেন?”
সাবেক টুইটার ‘এক্স’-এ একজন মন্তব্য করেন, “ডোনাল্ড ট্রাম্প একটা ক্লাব বিশ্বকাপ বিজয়ী মেডেল চুরি করেছেন!” আরেকজন লিখেছেন, “দ্য আর্ট অব দ্য স্টিল – ট্রাম্প এটাই করে থাকেন!” কেউ কেউ এটিকে কৌতুক হিসেবে নিচ্ছেন, আবার অনেকেই বলছেন, এমন দায়িত্বশীল জায়গায় এমন কাজ ‘চৌর্যবৃত্তির চূড়ান্ত উদাহরণ’।
তবে কি সত্যিই চুরি?
আলোচনা যখন তুঙ্গে, তখন সত্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে খ্যাতনামা ক্রীড়া গণমাধ্যম দ্য অ্যাথলেটিক। তাদের অনুসন্ধান অনুযায়ী, ট্রাম্প কোনো মেডেল চুরি করেননি। বরং ফিফা প্রেসিডেন্টের জন্য একটি বিশেষ সম্মানসূচক মেডেল প্রস্তুত রেখেছিল, যা সময় সংকটে মঞ্চেই ট্রাম্পকে হস্তান্তর করা হয়। তিনি সেটি পকেটে রেখে দেন।
বিতর্ক এখানেই শেষ নয়। জানা গেছে, ফাইনালে রিস জেমসের হাতে তুলে দেওয়া ট্রফিটি ছিল নকল। আসল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি বর্তমানে রাখা আছে হোয়াইট হাউসের ওভাল অফিসে!
এক সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা ডিএজেডএন (DAZN)-কে ট্রাম্প বলেন,
“আমি জিজ্ঞাসা করেছিলাম, ট্রফিটা কখন নিয়ে যাবে ফিফা? তারা বলল, ‘না, সেটি আপনার কাছেই থাকবে। আমরা নতুন একটা বানাব।’ তাই এখন ওভাল অফিসে ট্রফিটা আছে। চেলসির জন্য নতুন একটা বানানো হয়েছে।”
ট্রাম্পের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি চেলসি অধিনায়ক রিস জেমসের জন্য ছিল অস্বস্তিকর।
তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল ট্রাম্প ট্রফি দিয়ে মঞ্চ ছাড়বেন। কিন্তু তিনি থেকে যান। আমি বিভ্রান্ত ছিলাম।”
জোড়া গোলের নায়ক কোল পালমারও বলছিলেন, “উনি থাকবেন জানতাম, কিন্তু ট্রফি তোলার সময় মঞ্চে থাকবেন ভাবিনি।”