পাল্লেকেলেতে শুরুটা হতাশাজনক হলেও ডাম্বুলায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের হারাতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা—ঘুচবে দীর্ঘদিনের বিদেশ সফরের সিরিজ জয়ের খরা।
একই সঙ্গে কাটবে সিরিজ হারের বৃত্তও। এর আগে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ হারতে হয়েছিল লিটন দাসের দলকে। এবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে চাপ সামাল দেওয়ার বড় সুযোগ অধিনায়কের সামনে।
অঘোষিত ফাইনালে জয়ের লক্ষ্যে নামছে টাইগাররা
আজকের ম্যাচটি কার্যত একটি অঘোষিত ফাইনাল। তাই উইনিং কম্বিনেশন ধরে রাখতেই চান বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“কোনো দলই চাইবে না তাদের জয়ের ফর্মুলা ভাঙতে। কালকে যেন আমরা তাদের হারাতে পারি, সেই পরিকল্পনা অনুযায়ী মাঠে নামতে হবে।”
তবে শঙ্কা আছে একটি জায়গায়—ফর্মে থাকা শামীম হোসেন পাটোয়ারী মঙ্গলবার অনুশীলনে আসেননি। অসুস্থ থাকায় তার খেলা অনিশ্চিত। তিনি না খেললে দলে ঢুকতে পারেন বাঁহাতি ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ।
একাদশে পরিবর্তন একটাই, যদি…
প্রথম ম্যাচে বাজে বোলিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল। সেসব পরিবর্তনের সুফল মিলেছে, তাই আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা। শুধুমাত্র শামীমের পরিবর্তে নাঈম শেখকে দেখা যেতে পারে।
সন্ধ্যায় মাঠে নামছে দুই দল
সিরিজ নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
—
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী / মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।