এশিয়া কাপের ঠিক আগে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের কয়েকজন শীর্ষ ব্যাটারের অবস্থানে। লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম—চারজনই দুই ধাপ করে পিছিয়েছেন।
মিরাজ নেমে গেছেন ৭২তম স্থানে (৪৬২ পয়েন্ট), লিটন রয়েছেন ৭৯তম স্থানে (৪৪৬ পয়েন্ট), আর সৌম্য ও তানজিদ সমান ৪৩৭ পয়েন্ট নিয়ে ভাগাভাগি করছেন ৮৭তম অবস্থান।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৩২ নম্বরে। এছাড়া সেরা একশোর মধ্যে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি।
অন্যদিকে, সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে উন্নতি করেছেন তিন অজি ক্রিকেটার। ট্রাভিস হেড ১৪২ রানের ইনিংস খেলে উঠে এসেছেন ১১তম স্থানে। মিচেল মার্শ চার ধাপ এগিয়ে এখন ৪৪তম। সবচেয়ে বড় লাফ দিয়েছেন ক্যামেরন গ্রিন—৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভাগাভাগি করছেন ৭৮তম স্থান।
এশিয়া কাপের আগে র্যাঙ্কিংয়ে এমন অবনতি বাংলাদেশ দলের জন্য নেতিবাচক খবর হিসেবেই দেখা হচ্ছে।