দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, ইতিহাস গড়া মুহূর্ত, কোটি ভক্তের আবেগ—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে যখন তারা মাঠে নামতেন, তখন প্রতিটি ম্যাচই পরিণত হতো এক মহাযুদ্ধে।
এরপর সময়ের পরিক্রমায় তারা পাড়ি জমান ভিন্ন মহাদেশে। রোনালদো যোগ দেন সৌদি আরবের আল-নাসরে, আর মেসি নাম লেখান যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। ফলে অনেকটা শেষ হয়ে যায় ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এই দ্বৈরথ।
তবে সাম্প্রতিক এক খবরে আবারও আলোচনায় এসেছে এই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ফরাসি সংবাদমাধ্যম ‘ল’ইকুইপে’ জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল-আহলি মেসিকে দলে ভেড়াতে একটি প্রস্তাব দিয়েছে। যদিও এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে, তবে আলাপ-আলোচনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মেসির বর্তমান চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত। অতিরিক্ত এক বছরের চুক্তি নবায়নের সুযোগ থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে চলতি বছরের শেষ দিকেই নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, রোনালদো সম্প্রতি আল-নাসরের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছেন। এখন থেকে ২০২৭ সাল পর্যন্ত তিনি সৌদি প্রো লিগের এই ক্লাবে খেলবেন। ফলে যদি মেসি আল-আহলির প্রস্তাব গ্রহণ করেন, তবে ফের সৌদি আরবের মাটিতেই দেখা যেতে পারে দুই কিংবদন্তির মুখোমুখি লড়াই।
উল্লেখ্য, ২০২৩ সালে মেসি এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন, যদিও সেই সময় সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল তাকে। তখন তিনি সেইসব প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার পরিস্থিতি বদলে যেতে পারে।
দক্ষিণ ফ্লোরিডায় মেসি এরইমধ্যে লিগস কাপ ও সাপোর্টারস শিল্ড জিতেছেন এবং হয়েছেন ২০২৪ সালের এমএলএস এমভিপি। তবে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, তার মায়ামি অধ্যায়ের শেষ পর্ব শুরু হয়ে গেছে।
ফলে যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে সৌদি প্রো লিগেই আবার দেখা যাবে রোনালদো-মেসির সেই চিরচেনা দ্বৈরথ। যা শুধু সৌদি ফুটবল নয়, গোটা ফুটবলবিশ্বকেই আবারও দুলিয়ে দেবে আবেগের ঢেউয়ে।