এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে পরবর্তী রাউন্ডে যেতে হলে এখন শ্রীলঙ্কার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে লিটনদের।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৪ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ঝড়ো ব্যাটিং করে ৩১ বলে ৫২ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার সাইফ হাসান ২৮ বলে ৩০ রান করেন। উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান।
তবে লিটন দাস ব্যর্থ হন, ১১ বল খেলে করেন মাত্র ৯ রান। তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ রান, শামীম হোসেন ১১ বলে ১১ রান, জাকের আলী ১৩ বলে ১২ এবং সোহান ৬ বলে ১২ রান করেন।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে ১৪৬ রানে থামিয়ে ৮ রানের জয় তুলে নেয় টাইগাররা।
এই জয়ের ফলে বাংলাদেশ সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকলেও ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর।