৩২ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ (১৩ জুলাই) রাতে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি। ৮২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে।
২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল চেলসি। তবে এবার তাদের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। শিরোপা পুনরুদ্ধারে কঠিন পরীক্ষার মুখে লন্ডনের ক্লাবটি।
চেলসির কোচ এনজো মারেস্কা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পিএসজিকে বিশ্বের সেরা ক্লাব বলে মন্তব্য করেন। তবে শ্রদ্ধা দেখালেও মাঠে লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন তিনি। তার ভাষায়, “পিএসজিকে সম্মান করি, কিন্তু জয় পেতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রস্তুতি নিয়েছি।”
দুই দলের লড়াই জমবে মূলত আক্রমণ বনাম রক্ষণে। লুইস এনরিকের অধীনে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির আক্রমণভাগে আছেন ডেম্বেলে, কভারাতসখেলিয়া ও হাকিমি। চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ ও রক্ষণভাগের জন্য এটি হতে পারে বড় চ্যালেঞ্জ।
ইতোমধ্যে ইউরোপিয়ান ট্রেবল জয় করে ইতিহাস গড়েছে এনরিকের পিএসজি। তবে ক্লাব বিশ্বকাপ ছাড়া মৌসুমকে “সেরা” বলতে নারাজ কোচ এনরিক। একইসঙ্গে তিনি তারকানির্ভর দল গঠনে বিশ্বাসী নন। বলেন, “আমরা এমন দল চাই, যেখানে ১১-১৫ জন খেলোয়াড় ক্লাবের জন্য নিবেদিতপ্রাণ।”
চেলসির সাম্প্রতিক ফর্ম ও প্রতিভাবান স্কোয়াডের প্রশংসা করে পিএসজি কোচ বলেন, “চেলসি প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছে, কনফারেন্স লিগ জিতেছে। এই ম্যাচ সহজ হবে না। শতভাগ মনোযোগ দিয়েই মাঠে নামবো।”
বিশ্ব ফুটবলের নজর এখন নিউ ইয়র্কে। ইতিহাস গড়বে কে—চেলসির দ্বিতীয় শিরোপা, না পিএসজির নতুন রাজত্ব, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।