২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর, ফিফা বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে এই টুর্নামেন্টে, যা আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশাল এই আয়োজনে সহায়তার জন্য প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে ফিফা।
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ১৩টি আয়োজক শহরে স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ মোট ২৩টি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। ফিফার ঘোষণায় জানানো হয়েছে, যে কেউ স্বেচ্ছাসেবী হতে আবেদন করতে পারবেন, তবে বয়স হতে হবে অন্তত ১৮ বছর। কাজের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক, পাশাপাশি মেক্সিকোর ক্ষেত্রে স্প্যানিশ ও কানাডার ক্ষেত্রে ফরাসি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত ভাষা দক্ষতাও বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বেচ্ছাসেবীদের ‘টুর্নামেন্টের হৃদয় ও হাসি’ হিসেবে উল্লেখ করে আগ্রহীদের এই মহোৎসবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত স্বেচ্ছাসেবীরা আটটি শিফটে কাজ করবেন।