আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক অর্জন থাকলেও ট্রফির স্বাদ অপূর্ণই ছিল এবি ডি ভিলিয়ার্সের। তবে লিজেন্ডসদের মঞ্চে এসে যেন সে অতৃপ্তি মিটিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। সদ্য সমাপ্ত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডস’-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলকে এনে দিলেন শিরোপা।
ইংল্যান্ডের এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ১৯ বল ও ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মূল নায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতিয়ে দেন দলকে। সেই সঙ্গে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
টুর্নামেন্টজুড়ে ছিলেন এক কথায় অসাধারণ। পাঁচ ম্যাচে তিনটি সেঞ্চুরি করে সর্বোচ্চ ৪৩১ রান সংগ্রহ করেন। ফলে ফাইনালের পাশাপাশি টুর্নামেন্ট সেরার ট্রফিও উঠেছে তার হাতে।
পাকিস্তানের হয়ে শারজিল খান ৪৪ বলে ৭৬ এবং উমর আমিন ১৯ বলে ৩৬ রান করেন। কিন্তু এই সংগ্রহ ডি ভিলিয়ার্সদের থামাতে পারেনি।
ডি ভিলিয়ার্সের এই অর্জন হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের অপূর্ণতা পুরোপুরি ঘোচাতে পারবে না, তবে তার ক্যারিয়ারে এটি নিঃসন্দেহে একটি গর্বের মুহূর্ত।