দীর্ঘ এক দশক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে খেলার পর, এবার নতুন অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইউরোপের সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। মূল উদ্দেশ্য—ক্লাব ও জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আবারও একসঙ্গে খেলা।
মেসির সঙ্গে খেলার আকাঙ্ক্ষা ডি পলের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তিনি বলেন, “লিও আর আমার অনেকদিনের স্বপ্ন ছিল একসঙ্গে এক ক্লাবের হয়ে খেলার, প্রতিদিন একসঙ্গে থাকার। জাতীয় দলে আমাদের সময়গুলো দারুণ কাটতো, কিন্তু সেটা খুব দ্রুতই শেষ হয়ে যেতো। আমি চাই ইতিহাসের সেরা ফুটবলারের পাশে সবসময় খেলতে।”
ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচে আটালাসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছেন ডি পল। এখন প্রস্তুতি নিচ্ছেন লিগস কাপের পরবর্তী ম্যাচের জন্য, যেখানে ৩ আগস্ট (বাংলাদেশ সময় ভোর ৫টায়) মেক্সিকান ক্লাব নেকাক্সার মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে শুধু মেসিই নন, অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ক্লাব মালিক ডেভিড বেকহ্যামের পথচলাও। বেকহ্যাম যেমন ইউরোপ ছেড়ে এমএলএস-এ এসে ইতিহাস গড়েছিলেন, তেমনি ডি পলও চান শিরোপা জিতে মায়ামির ইতিহাসের অংশ হতে।
তার ভাষায়, “আমি দারুণ কিছু করতে এখানে এসেছি। দলের হয়ে শিরোপা জিততে চাই। এই লিগকে আরও বড় করে তুলতে চাই, যেমনটা একসময় বেকহ্যাম করেছিলেন।”
বন্ধুত্ব, ভালোবাসা আর স্বপ্নের ডাকে রদ্রিগো ডি পলের জীবন যেন নতুন গতিপথে মোড় নিয়েছে। এখন দেখার পালা—মেসির সঙ্গে মাঠে তার এই নতুন যাত্রা কতটা সফল হয়।