সিনসিনাটির বিপক্ষে হারের পর দ্রুতই ছন্দে ফিরেছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেড বুলসকে রেড বুলস অ্যারেনায় ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল।
ম্যাচের শুরুর দিকে ১৫ মিনিটে অ্যালেক্সান্ডার হ্যাকের গোলে এগিয়ে যায় রেড বুলস। তবে এরপর পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ইন্টার মায়ামি।
২৪ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে সমতা ফেরান জর্দি আলবা।
২৭ মিনিটে মেসির উড়ানো ক্রস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি শো।
৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রথম গোলটি করেন তিনি।
৭৫ মিনিটে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি।
ম্যাচে মায়ামি ৬৪% বল দখলে রেখে নিয়েছে ২১টি শট, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।
রেড বুলস নিয়েছে ১১টি শট, মাত্র দুটি ছিল লক্ষ্যে।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। শীর্ষে থাকা সিনসিনাটি খেলেছে ২৪টি ম্যাচ। বাকি তিন ম্যাচে জয় পেলে মায়ামির সামনে শীর্ষে ওঠার সুযোগ।