ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলা লিওনেল মেসি আবারও পড়েছেন ইনজুরিতে। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যান মেসি। পড়ে গিয়ে ডান পায়ের পেশিতে ব্যথা পান তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মাঠে আর ফিরতে পারেননি। প্রথমার্ধেই তাকে তুলে নেয় ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির বিবৃতি:
সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাব জানায়, মেসির ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট ধরা পড়েছে। তার মাঠে ফেরা এখন নির্ভর করছে চিকিৎসা ও রিহ্যাব প্রক্রিয়ার ওপর। নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম The Soccer Business জানিয়েছে, মেসিকে কমপক্ষে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে চলতি লিগস কাপের বাকি ম্যাচগুলোতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
যেসব ম্যাচ মিস করতে পারেন মেসি:
৭ আগস্ট: ইউনিভার্সিদাদ ন্যাসিওনাল (লিগস কাপ)
১০ আগস্ট: অরল্যান্ডো সিটি (এমএলএস)
১৬ আগস্ট: এলএ গ্যালাক্সি
২৩ আগস্ট: ডিসি ইউনাইটেড
৩০ আগস্ট: শিকাগো ফায়ার
এমনকি ইন্টার মায়ামি যদি ৩১ আগস্ট ফাইনালে উঠেও যায়, সেখানেও মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ।