বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

মুসলমানদের জন্য জুমার দিনের বিশেষ ফজিলত ও আমল

অনলাইন ডেস্ক / ১৬ বার পড়া হয়েছে
সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সপ্তাহের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ হলেও ইসলামে জুমার দিন বিশেষ মর্যাদার অধিকারী। হাদিসে একে বলা হয়েছে ‘সাপ্তাহিক ঈদের দিন’। এই দিনটিকে কেন্দ্র করে রয়েছে একাধিক ফজিলতপূর্ণ আমল ও বিশেষ মুহূর্ত, যা বান্দার গুনাহ মাফের এবং দোয়া কবুলের মাধ্যম হতে পারে।

জুমার দিন: সাপ্তাহিক ঈদ

 

রাসুলুল্লাহ (সা.) বলেন,

 

> “নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন।”

(সুনানে ইবনে মাজা)

তিনি আরও বলেন, “জুমার নামাজে আসার আগে যেন কেউ গোসল করে, সুগন্ধি ব্যবহার করে এবং মিসওয়াক করে।”

জুমার নামাজ: গুনাহ মোচনের সুযোগ

 

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন,

 

> “পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান—এই সময়গুলো মধ্যবর্তী পাপ মোচন করে, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে।”

(মুসলিম হাদিস: ২৩৩)

 

জুমার দিন গোসল ও আগেভাগে মসজিদে যাওয়া

 

হাদিসে জুমার দিনে গোসল করাকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

> “যে ব্যক্তি ভালোভাবে গোসল করে, দ্রুত মসজিদে যায়, ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগ দিয়ে শোনে—তার প্রতি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।”

(আবু দাউদ: ৩৪৫)

আরেক হাদিসে আছে,

> “জুমার দিনে যে প্রথম মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল… এরপর যারাই আসবে, সে অনুযায়ী তাদের প্রতিদান কমতে থাকবে।”

(বোখারি: ৮৪১)

 

জুমার দিন দোয়া কবুলের মুহূর্ত

জুমার দিনের একটি নির্দিষ্ট সময় আছে, যখন আল্লাহর কাছে চাওয়া দোয়া কবুল হয়।

 

> “আছরের পর সময়টিতে এই মুহূর্তটি অনুসন্ধান করো।”

(আবু দাউদ: ১০৪৮)

সুরা কাহাফ পাঠের ফজিলত

রাসুল (সা.) বলেন,

> “যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলো হয়ে থাকবে।”

(আল মুসতাদরাক ২/৩৯৯)

 

দরুদ শরিফ পাঠ

জুমার দিনে রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন তিনি নিজেই।

> “এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”

(আবু দাউদ: ১০৪৭)

 

জুমার দিনের ৬টি গুরুত্বপূর্ণ আমল

১. গোসল করা

২. নখ কাটা ও অপ্রয়োজনীয় লোম পরিস্কার

৩. সুগন্ধি ব্যবহার

৪. সুরা কাহাফ পাঠ

৫. বেশি বেশি দরুদ শরিফ পাঠ

৬. দোয়ার মুহূর্তে বিশেষ করে আছরের পর প্রার্থনা করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host