সপ্তাহের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ হলেও ইসলামে জুমার দিন বিশেষ মর্যাদার অধিকারী। হাদিসে একে বলা হয়েছে ‘সাপ্তাহিক ঈদের দিন’। এই দিনটিকে কেন্দ্র করে রয়েছে একাধিক ফজিলতপূর্ণ আমল ও বিশেষ মুহূর্ত, যা বান্দার গুনাহ মাফের এবং দোয়া কবুলের মাধ্যম হতে পারে।
জুমার দিন: সাপ্তাহিক ঈদ
রাসুলুল্লাহ (সা.) বলেন,
> "নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন।"
(সুনানে ইবনে মাজা)
তিনি আরও বলেন, “জুমার নামাজে আসার আগে যেন কেউ গোসল করে, সুগন্ধি ব্যবহার করে এবং মিসওয়াক করে।”
জুমার নামাজ: গুনাহ মোচনের সুযোগ
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন,
> “পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান—এই সময়গুলো মধ্যবর্তী পাপ মোচন করে, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে।”
(মুসলিম হাদিস: ২৩৩)
জুমার দিন গোসল ও আগেভাগে মসজিদে যাওয়া
হাদিসে জুমার দিনে গোসল করাকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
> “যে ব্যক্তি ভালোভাবে গোসল করে, দ্রুত মসজিদে যায়, ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগ দিয়ে শোনে—তার প্রতি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।”
(আবু দাউদ: ৩৪৫)
আরেক হাদিসে আছে,
> “জুমার দিনে যে প্রথম মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল... এরপর যারাই আসবে, সে অনুযায়ী তাদের প্রতিদান কমতে থাকবে।”
(বোখারি: ৮৪১)
জুমার দিন দোয়া কবুলের মুহূর্ত
জুমার দিনের একটি নির্দিষ্ট সময় আছে, যখন আল্লাহর কাছে চাওয়া দোয়া কবুল হয়।
> “আছরের পর সময়টিতে এই মুহূর্তটি অনুসন্ধান করো।”
(আবু দাউদ: ১০৪৮)
সুরা কাহাফ পাঠের ফজিলত
রাসুল (সা.) বলেন,
> “যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলো হয়ে থাকবে।”
(আল মুসতাদরাক ২/৩৯৯)
দরুদ শরিফ পাঠ
জুমার দিনে রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন তিনি নিজেই।
> “এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
(আবু দাউদ: ১০৪৭)
জুমার দিনের ৬টি গুরুত্বপূর্ণ আমল
১. গোসল করা
২. নখ কাটা ও অপ্রয়োজনীয় লোম পরিস্কার
৩. সুগন্ধি ব্যবহার
৪. সুরা কাহাফ পাঠ
৫. বেশি বেশি দরুদ শরিফ পাঠ
৬. দোয়ার মুহূর্তে বিশেষ করে আছরের পর প্রার্থনা করা
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ